ইলন মাস্কের মালিকানাধীন বেসরকারি মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স তাদের নবম স্টারশিপ পরীক্ষামূলক উৎক্ষেপণের ৩০ মিনিট পর রকেটটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়ে যায়। এটি কোম্পানির সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলোর একটি।
রয়টার্স জানায়, মেগা রকেটটি বুধবার (২৮ মে) নির্ধারিত সময়ের আগেই পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসে। জ্বালানির লিকের কারণে মহাকাশে রকেটটি অনিয়ন্ত্রিতভাবে ঘূর্ণায়মান হতে শুরু করে, যা রকেটের ভেঙে পড়ার কারণ হয়ে দাঁড়ায়।
স্পেসএক্স কোম্পানিটি জানিয়েছে, ‘এই ধরনের পরীক্ষায় সাফল্য আসে শেখার মধ্য দিয়ে। আজকের পরীক্ষাটি স্টারশিপের নির্ভরযোগ্যতা বাড়াতে সহায়তা করবে, যা ভবিষ্যতে মানুষের বহুপ্ল্যানেটারি জীবন গঠনের লক্ষ্যে স্পেসএক্সের মিশনের অংশ।’
উল্লেখ্য, ৪০৩ ফুট (১২৩ মিটার) দীর্ঘ এই রকেটটি এর আগের ব্যর্থতার তুলনায় আরও অনেক দূর পর্যন্ত সফলভাবে উড়ে গিয়েছিল।
এর আগে, ৬ মার্চ একটি স্টারশিপ রকেট উৎক্ষেপণের কিছুক্ষণ পরই বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়।
এবারের ব্যর্থতার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ফ্লোরিডার অন্তত চারটি বিমানবন্দর, যার মধ্যে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, সেখানে উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখে। রকেটের ধ্বংসাবশেষ ওই অঞ্চলে পড়ে।
বারবার ব্যর্থতার কারণে স্টারশিপ রকেট থেকে দক্ষিণ যুক্তরাষ্ট্র এবং ক্যারিবীয় অঞ্চলে একাধিকবার ধ্বংসাবশেষ ছড়িয়েছে।
স্পেসএক্স-এর ‘ফেল ফাস্ট, লার্ন ফাস্ট’ কৌশলের আওতায় এ পর্যন্ত স্টারশিপের আটটি পরীক্ষামূলক উৎক্ষেপণের মধ্যে চারটি সফল এবং চারটি বিস্ফোরণে শেষ হয়েছে।