ঢাকা: ডেলিভারি ম্যান পদে একাধিক লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইনভিত্তিক পণ্য প্রতিষ্ঠান রকমারি ডট কম। আগামী ২৫ জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম:
রকমারি.কম
পদের নাম:
ডেলিভারি ম্যান
পদসংখ্যা:
৪টি
শিক্ষাগত যোগ্যতা:
জেএসসি/জেডিসি/৮ম শ্রেণি পাস
অন্যান্য যোগ্যতা:
নিজস্ব সাইকেল বা মোটরসাইকেল থাকতে হবে। মোটরসাইকেল থাকলে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
অভিজ্ঞতা:
প্রয়োজন নেই
চাকরির ধরন:
চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র:
মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন:
শুধু পুরুষ
বয়সসীমা:
১৮ থেকে ২৮ বছর
কর্মস্থল:
ঢাকা (মতিঝিল)
বেতন:
১৫,০০০-২৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা:
কমিশন ভিত্তিতে কাজ (পার্সেলের ওজন এবং ডেলিভারির দূরত্ব অনুসারে প্রতি পার্সেলে ২৮ থেকে ৩৫০ টাকা পর্যন্ত কমিশন প্রদান করা হবে)। কমিশন ছাড়াও অতিরিক্ত প্রতি মাসে পারফর্মেন্স বোনাস আছে। কমিশন ছাড়াও অতিরিক্ত প্রতি মাসে হাজিরা বোনাস আছে।
অফিশিয়াল ওয়েবসাইট
https://www.rokomari.com/
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1371358&fcatId=-1&ln=1 এই ঠিকানায় জানতে পারবেন।
আবেদনের শেষ সময়:
২৫ জুন ২০২৫