ঢাকা: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিল না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার (২৯ মে) থেকে প্রতিদিন ১ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (২৮ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর।
তিনি জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হবে।
এর আগে মঙ্গলবার (২৭ মে) সমস্যা সমাধানের আশ্বাসে আন্দোলন প্রতাহার করেন কর্মচারীরা। ওইদিনই সংকট সমাধানে ভূমি সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেওয়া হয়। কমিটি মঙ্গলবার আন্দোলনরত কর্মচারীদের নিয়ে বৈঠক করে। বৈঠকে বুধবার (২৮ মে) আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক আজ বুধবার আন্দোলন স্থগিত রাখা হয়। এদিকে এদিন সকালে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিবের কাছে কর্মচারীদের কথা ও গতকালের আলোচনার বিষয়টি জানানো হয়েছে। এখন এ বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন।’
প্রধান উপদেষ্টা বর্তমানে জাপান সফরে আছেন। ৩১ মে তার দেশে ফেরার কথা। সালেহ আহমেদ আরও জানান, প্রধান উপদেষ্টা দেশে ফিরলে মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি তার কাছে তুলবেন। তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে থেকে ঘোষণা আসবে।