Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় সাপের কামড়ে ২ কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১৬:১১ | আপডেট: ২৮ মে ২০২৫ ১৮:২৬

কুষ্টিয়া: কুষ্টিয়ায় সাপের কামড়ে কালু হালসানা (৩৫) ও কামরুজ্জামান (৫০) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) ভোররাতে ও সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত কালু হালসানা দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের গবরগাড়া এলাকার মৃত নাহারুল ইসলামের ছেলে ও কামরুজ্জামান কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর এলাকার মৃত করিম প্রামাণিকের ছেলে।

বিজ্ঞাপন

নিহতদের স্বজনরা জানান, ভোর ৫টার দিকে বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়ানোর সময় কালু হালসানাকে গোখরা সাপ কামড় দেয়। তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপর দিকে জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর এলাকার কামরুজ্জামান সকালে নিজের কলা বাগানে কাজ করার সময় তাকে ‘রাসেলস ভাইপার’ সাপ কামড় দিলে তিনি সাপটি মেরে বস্তায় ভরে বাড়িতে নিয়ে যান। পরে তাকে সাপসহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সাপের কামড়ে দৌলতপুর ও কুমারখালী উপজেলার দুই কৃষকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এসআর

কৃষকের মৃত্যু সাপের কামড়ে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর