Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুরিয়ার সার্ভিসের পার্সেলে ৪ হাজার ইয়াবা, যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১৭:১৭

কক্সবাজার: কক্সবাজারে চকলেটের মোড়কে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেল যোগে পাঠানোর সময় ৪ হাজার ইয়াবাসহ মিজানুর রহমান (২২) নামে যুবককে আটক করেছে মাদকদ্রব্য অধিদফতর।

বুধবার (২৮ মে) দুপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কক্সবাজার শহরের আলিরজাঁহাল শাখা কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মিজানুর রহমান টেকনাফ উপজেলার মৃত আব্দুর শুক্কুরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বলেন, ‘কুরিয়ার সার্ভিসের মাধ্যম্যে মাদকের একটি চালান পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় চকলেটের মোড়কে একটি পার্সেল প্যাকেট জব্দ করা হয়। তাতে চার হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।’

সারাবাংলা/এসআর

ইয়াবা কক্সবাজার কুরিয়ার সার্ভিস যুবক আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর