Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ৫৫ লাখ টাকার মাদক ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ১৭:৩০ | আপডেট: ২৮ মে ২০২৫ ১৭:৩৩

মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে পাশে এসব মাদক ধ্বংস করা হয়।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ আদালতের চলমান ও নিষ্পত্তি ১৫৭ মামলায় প্রায় ৫৫ লাখের বেশি টাকার মাদক ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৮ মে) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে পাশে এসব মাদক ধ্বংস করেন আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

ধ্বংসকৃত মাদকের মধ্যে ১০৫ কেজি গাঁজা, ৮৯ বোতল ফেনসিডিল, ২৭ ক্যান বিয়ার, ১৩ লিটার মদ, ৩ হাজার ৮ শত ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৮০ পুরিয়া হেরোইনসহ অন্যান্য মাদক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর শিবনাথ কুমার সাহা।

এ সময় গাঁজা ওজন দিয়ে মেপে আগুনে পুড়িয়ে, ফেন্সিডিল ও বিয়ার দা দিয়ে কুপিয়ে ও ইয়াবা ট্যাবলেটসহ বিদেশি মদ পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কোট ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম মিঞা, আদালতের মালখানার দায়িত্বে থাকা পুলিশের এসআই ইসফাত আরা খানমসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে কোর্ট ইন্সপেক্টর কামরুল ইসলাম মিঞা জানান, আদালতের চলমান ও নিষ্পত্তি ১৫৭টি মাদক মামলার আলামত আদালতের বিচারকের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। এতে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল, বিয়ার, মদসহ প্রায় ৫৫ লাখেরও বেশি টাকার মাদক ধ্বংস করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

মাদক ধ্বংস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর