ঢাকা: কারিগরি ত্রুটির কারণে সাময়িক বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। পৌনে ৭টার দিকে সচিবালয় স্টেশনে থেমে গেছে এক সেট মেট্রোরেল। ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলছে, এই পরিষেবা কিছু সময় দেরি হবে। সেজন্য যাত্রীদের কাছে দুঃখও প্রকাশ করা হয়। এরপর ২০ মিনিট পর পুনরায় চালু হয়।
সন্ধ্যা ৬টার কিছু পরে উত্তরা উত্তর থেকে ছেড়ে আসা ট্রেনটি সচিবালয় স্টেশনে পৌছানোর পরেই ঘোষণা দেওয়া হয় কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। এই ট্রেনটির সঙ্গে সঙ্গে অন্য ট্রেনগুলোও একসঙ্গে বন্ধ রাখা হয়।
এদিকে, এখনো যাত্রীদের চাপ দেখা গেছে টিকিট কাউন্টারে। সরেজমিনে সেক্রেটারিয়েট স্টেশনের টিকিট কাউন্টারগুলোতে যেন যাত্রীদের ভিড় উপচে পড়ছে। দাঁড়িয়ে থাকতে থাকতে কেউ কেউ ফ্লোরেই বসে পড়েছেন। তারা জানেন না কখন টিকিট পাবেন। সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে অসুস্থ রোগী, প্রবীন নাগরিক ও শিশুদের। যাত্রীদের অভিযোগ দীর্ঘ সময় লেগে যাচ্ছে টিকিট পেতে। এমনকি যাদের এমআরটি বা র্যাপিড পাস রয়েছে তারাও দাঁড়িয়ে রয়েছেন লাইনে।
রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগ, পল্টন ও মতিঝিল ঘিরে নানা কর্মসূচি ছিল দিনজুড়ে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগ এলাকায় দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ৮টার পর তাদের অবস্থানকে কেন্দ্র করে পুরো শাহবাগ এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

দাঁড়িয়ে থাকতে থাকতে কেউ কেউ ফ্লোরেই বসে পড়েছেন। ছবি: সারাবাংলা
এদিকে, ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পল্টনে আয়োজিত বিএনপির তারুণ্যের সমাবেশ ঘিরে এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এ স্থানগুলোতে অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গণপরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হবে ভেবে স্বল্প দূরত্বের যাত্রীরাও মেট্রোরেল বেছে নিয়েছেন। আর এতে অতিরিক্ত যাত্রী মেট্রোরেলে।