Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ৭ জুন

সারাবাংলা ডেস্ক
২৮ মে ২০২৫ ১৯:৩৩ | আপডেট: ২৮ মে ২০২৫ ২২:৫৭

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী আগামী ৭ জুন (শনিবার) সারাদেশে ত্যাগের মহিমায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপিত হবে।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

এদিকে, ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য আজ (বুধবার) সন্ধ্যা ৬টায় বৈঠকে বসে চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এর আগে, মঙ্গলবার (২৭ মে) চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। দেশটিতে আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। আর ঈদের আগের দিন ৫ জুন পবিত্র হজ পালিত হবে।

সারাবাংলা/এসডব্লিউ

পবিত্র ঈদুল আজহা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর