Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেটিসকে বিধ্বস্ত করে কনফারেন্স লিগ শিরোপা জিতল চেলসি

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৫ ০৯:২১ | আপডেট: ২৯ মে ২০২৫ ১৪:১৫

কনফারেন্স লিগের শিরোপা জিতল চেলসি

পুরো মৌসুমে কোনো শিরোপা না জেতা দুই দলের সামনে ছিল মৌসুমের শেষটা রাঙ্গানোর। ইউয়েফা কনফারেন্স লিগের ফাইনালে শেষ হাসি হেসেছে ইংলিশ ক্লাব চেলসিই। পিছিয়ে পড়েও স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করে শিরোপা জিতেছে চেলসি।

স্টাডিওন মিজেকি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বেটিস। আবদে এজালজোলির গোলে লিড নেয় স্প্যানিশ ক্লাবটি। প্রথমার্ধে অনেক চেষ্টা করেও ম্যাচে সমতা ফেরাতে পারেন চেলসি। ১-০ গোলে গিয়ে থেকেই বিরতিতে যায় বেটিস।

দ্বিতীয়ার্ধে অবশ্য দেখা গেছে চেলসির বিধ্বংসী রূপ। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথমার্ধে কোনো গোলের দেখা না পাওয়া চেলসি এই হাফে করেছে ৪টি গোল। ৬৫ মিনিটে ম্যাচে সমতা ফেরান আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ। ৭০ মিনিটে চেলসিকে লিড এনে দেন নিকোলাস জ্যাকসন।

বিজ্ঞাপন

৮৩ মিনিটে তৃতীয় গোল করে চেলসির জয় অনেকটাই নিশ্চিত করেন জ্যাডন স্যানচো। ৯১ মিনিটে কায়সেডোর গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়েই শিরোপা ঘরে তুলেছে চেলসি।

এই জয়ে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার টিকিট পেল চেলসি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আগেই সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়েছেন তারা। চ্যাম্পিয়নস লিগ কিংবা ইউরোপা লিগ, চেলসি বেছে নিতে পারে যেকোনো একটি টুর্নামেন্টকেই।

সারাবাংলা/এফএম

ইউয়েফা কনফারেন্স লিগ চেলসি রিয়াল বেটিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর