Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাইলে ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব: তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ২২:০৯ | আপডেট: ৩০ মে ২০২৫ ০০:১৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, ‘জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করে দ্রুত জাতীয় নির্বাচন দিন। আমরা মনে করি প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইনটেশন সঠিক থাকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন। চাইলে ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই সরকার ১০ মাসেও জাতীয় নির্বাচনের তারিখ দেয়নি। ফলে রাষ্ট্র ও রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড অনিশ্চিত হয়ে পড়েছে। দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না। ব্যাবসায়িক সংগঠনগুলো বলছে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে। বন্ধের উপক্রম হয়েছে অনেক শিল্প-কারখানা। কিন্তু, এ বিষয়টি তারা সরকারে কাছে তুলের ধরার সুযোগ পাচ্ছে না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘জনগণের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো যোগাযোগ নেই। যদি জনগণের সঙ্গে সারাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন ও ফাইল দিয়ে সব সমস্যার সমাধান করা যেত, তাহলে রাজনীতির প্রয়োজন হত না। রাজনীতিবিদদের প্রয়োজন হত না।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ ডিসেম্বর তারেক রহমান নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর