Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাস গড়ে চ্যাম্পিয়নস লিগ জিতল পিএসজি

স্পোর্টস ডেস্ক
১ জুন ২০২৫ ০৩:২০ | আপডেট: ১ জুন ২০২৫ ১০:২৮

নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতল পিএসজি

নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিলেন তারা। কখনোই ইউরোপ সেরার ট্রফিটা ছুঁয়ে না দেখা পিএসজির শত বছরের অপেক্ষার অবসান হলো মিউনিখে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়ে ইতিহাস গড়ল ফরাসি ক্লাবটি। ইন্টারকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের আনন্দে ভাসল পিএসজি।

আলিয়াঞ্জ অ্যারেনাতে ফেভারিট ছিল ইন্টার মিলানই। তিনবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে পিএসজি ভালো একটা লড়াই উপহার দেবে, এমনটা অবশ্য আশা করেছিলেন ফুটবল বোদ্ধারা। তবে ফাইনালটা যে এত একপেশে হবে, সেটা হয়তো কেউ কল্পনাই করেননি!

বিজ্ঞাপন

১২ মিনিটের মাথায় পিএসজিকে এগিয়ে দেন আশরাফহ হাকিমি। ডেজায়ার ডুয়ের বাড়ানো বলে তার গোলেই লিড পায় পিএসজি। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেই ডুই। উসমান ডেম্বেলের অ্যাসিস্টে তার গোলে জয়ের সুবাস পেতে শুরু করে পিএসজি। প্রথমার্ধে আর গোল না হওয়ায় ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে পিএসজি। ৬৩ মিনিটে দলের তৃতীয় গোল আসে ডুর পা থেকেই। ৭৩ মিনিটে গোল করে পিএসজির শিরোপা জয় নিশ্চিত করেন কাভারাৎখেইয়া।

৮৬ মিনিটে ইন্টারকে লজ্জার ডুবিয়ে ৫ম গোল করেন সেনি মায়ুলু। শেষ পর্যন্ত ৫-০ গোলের বিশাল জয় নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয় নিশ্চিত করে পিএসজি।

এই জয়ে এই মৌসুমে ট্রেবল জিতল পিএসজি। এর আগে ঘরোয়া লিগ ও ফ্রেঞ্চ লিগ শিরোপা জিতেছিল পিএসজি।

সারাবাংলা/এফএম

ইন্টার মিলান চ্যাম্পিয়নস লিগ পিএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর