Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
বর্ষসেরা একাদশে ৭ জনই পিএসজির!

স্পোর্টস ডেস্ক
২ জুন ২০২৫ ১১:৪৯ | আপডেট: ২ জুন ২০২৫ ১১:৫১

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে পিএসজি

ইতিহাস গড়ে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তুলেছে পিএসজি। মিউনিখের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা জিতেছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। এবারের আসরের সেরা একাদশে পিএসজির দাপট থাকবে, এটা অনুমেয়ই ছিল। তবে সবাইকে অবাক করে একাদশের ৭ জনই পিএসজির!

৪-২-৪ ফরম্যাটে ঘোষণা করা হয়েছে এবারের বর্ষসেরা একাদশ। প্রতি পজিশনেই রয়েছে পিএসজির ফুটবলার। পিএসজির ৭ জন, বার্সেলোনার ২ জন, ইন্টার মিলান ও আর্সেনালের একজনকে নিয়েই সাজানো হয়েছে একাদশ।

দলের গোলকিপার হিসেবে আছেন মৌসুমজুড়ে অবিশ্বাস্য পারফর্ম করা পিএসজির ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি ডোরারুমা।

বিজ্ঞাপন

চার ডিফেন্ডারের তিনজনই পিএসজির। রক্ষণভাগ সামলানোর জন্য রাখা হয়েছে আশরাফ হাকিমি, মার্কিনিয়োস ও নুনো মেন্দেস। আরেক ডিফেন্ডার হিসেবে আছেন ইন্টার মিলানের আলেহান্দ্রো বাস্তোনি।

 একাদশের মিডফিল্ডে আছেন দুইজন। পিএসজির ভিতিনিয়া ও আর্সেনালের ডেকলান রাইস।

ফরোয়ার্ড লাইনে ৪ জনের দুইজন পিএসজির, দুজন বার্সেলোনার। ডিজিরে ডুয়ে ও উসমান ডেম্বেলে আছেন পিএসজির হয়ে। বার্সেলোনা থেকে জায়গা করে নিয়েছেন লামিন ইয়ামাল ও রাফিনহা।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লিগ পিএসজি বর্ষসেরা একাদশ বার্সেলোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর