Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারিগরি শিক্ষায় উন্নয়ন ও কর্মসংস্থানে বাজেটের বিশেষ জোর

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৮:০০ | আপডেট: ২ জুন ২০২৫ ১৯:৩১

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: শক্তিশালী ও টেকসই অর্থনীতির জন্য বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২ জুন) বিকেলে দেশের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিতে প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণায় এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বর্তমানে কারিগরি শিক্ষায় এনরোলমেন্টের হার ১৯ শতাংশ। ২০২৫ সালের মধ্যে এটি ২০ শতাংশে উন্নীত করতে প্রতিটি বিভাগীয় পর্যায়ে মহিলা পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ, জেলা পর্যায়ে পলিটেকনিক এবং উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, মাদরাসা শিক্ষার উন্নয়নে ১ হাজার ১৩৫টি মাদরাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং ৫১৩টি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে। ৪৯৩টি মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। এছাড়া, ইবতেদায়ী পর্যায়ে বৃত্তি প্রদান এবং মাদরাসাগুলোর এমপিওভুক্তি বাবদ ৭২৮ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জন্য ২০২৫-২৬ অর্থবছরে ১২ হাজার ৬৭৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১১ হাজার ৭৮৩ কোটি টাকা।

সারাবাংলা/এফএন/এমপি

কারিগরি শিক্ষা বরাদ্দ বাজেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর