ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে মোটরসাইকেলে বাসচাপায় কামরুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার (২ জুন) রাত সোয়া ৮টার দিকে শাহজাহানপুরের খিলগাঁও ফ্লাইওভারের ঢালে খলিলের গোস্তের দোকানের বিপরীত এ ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম মতিঝিল থানায় উপ-পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনা সদর উপজেলায়। বর্তমানে সবুজবাগ বাসাবো এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, রাতে বাসা থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে খিলগাঁও ফ্লাইওভার ঢালে বলাকা পরিবহণের একটি বাস তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওসি আরও জানান, বাসটিকে জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে। শাজাহানপুর থানা বিষযটি তদন্ত করছে।