Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতীয় ঐক্যের না‌মে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চল‌ছে’


২৯ জুন ২০১৮ ১৬:২৩

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

ঢাকা: জাতীয় ঐক্যের নামে মুখ চেনা কিছু রাজনৈতিক ব্যক্তি দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্তে লিপ্ত হয়েছে। তারা দেশে অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আনতে চাইছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। শুক্রবার (২৯ জুন) দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

১৪ দলের মুখপাত্র বলেন, ‘দুঃখজনক বিষয় হলো আবার একটি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। তথাকথিত জাতীয় ঐক্যের নামে আবার কিছু অশুভ শক্তি মাঠে নামার চক্রান্ত করছে। যারা আন্দোলনে, নির্বাচনের মাঠে পরাজিত হয় তারা সব সময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভয় পায়।’

দেশের জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে নাসিম বলেন, “চৌদ্দ দল অত্যন্ত সতর্ক, আগামী ডিসেম্বরে নির্বাচন আসছে। এই নির্বাচনে যদি কোন অশুভ শক্তি আবার বিএনপি-জামায়াতকে সমর্থন দেওয়ার নাম করে অরাজকতা সৃষ্টি করতে চায় তাহলে ১৪ দল শক্তিশালী হাতে তা মোকাবিলা করবে।’

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের পর্যবেক্ষণের জবাবে নাসিম বলেন, ‘যেকোনো নির্বাচন হলে জয়-পরাজয় হবেই। শুধু বাংলাদেশে নয় পৃথিবীর কোনো নির্বাচন সবার মন জয় করতে পেরেছে এমন নয়। বাংলাদেশ বলেন, আমেরিকা বলেন, বৃটেনের নির্বাচনের কথা বলেন, ভারত বলেন এমনকি মালয়েশিয়ায় যে নির্বাচন হলো, এটা নিয়েও অনেকে অনেক প্রশ্ন তুলেছে। নির্বাচন যুদ্ধের মতো। যুদ্ধের মাঠে যে শক্ত ভাবে থাকতে পারবে, মানুষের মন জয় করতে পারবে সেই নির্বাচিত হবে।’

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্টদূতের প্রতিক্রিয়ার বিষয়ে নাসিম বলেন, “তিনি যে পর্যবেক্ষণ দিয়েছেন এটা তার ব্যক্তিগত পর্যবেক্ষণ হতে পারে। গাজীপুর বা খুলনার জনগণ জানে কি নির্বাচন হয়েছে। এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

এসময় তিনি ১৪ দল মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম বিজয়ী হওয়ায় গাজীপুরবাসীকে অভিনন্দন জানান। আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘গাজীপুরবাসীকে ধন্যবাদ জানাই। নৌকার পক্ষে একটি গণরায় দিয়েছে। নব নির্বাচিত মেয়র ও গাজীপুরের ভোটারদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি গাজীপুরবাসীর প্রত্যাশা পূরণ হবে।’

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদ নেতা অধ্যাপক আনোয়ার হোসেন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যন নজিবুল বশর মাইজবান্ডারীসহ ১৪ দলের নেতারা।

আরও পড়ুন: জবাব দিতেই হবে: রিজভী

সারাবাংলা/এমএমএইচ/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর