Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দিনের রিমান্ড শেষে কারাগারে আওয়ামী লীগ নেতা মুরাদ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১৮:০২ | আপডেট: ৪ জুন ২০২৫ ১৯:৪৫

শাহে আলম মুরাদ। ফাইল ছবি

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন। এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আমজাদ হোসেন তালুকদার। শুনানি শেষে তাকে কারাগারে পাঠান বিচারক।

গত ১৭ এপ্রিল উত্তরা এলাকা থেকে শাহে আলম মুরাদকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর বিভিন্ন থানায় কয়েকটি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ১৯ জুলাই বিকেলে নিউ মার্কেটের ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের আত্মীয় আব্দুর রহমান। এ মামলার ৭০ নম্বর আসামি হিসেবে মুরাদের নাম রয়েছে।

সারাবাংলা/আরএম/ইআ

আওয়ামী লীগ নেতা মুরাদ রিমান্ড শেষে কারাগারে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর