Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৫ ১৫:২৬ | আপডেট: ৬ জুন ২০২৫ ১৫:৩০

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আগামীকাল শনিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বরাবরের মতো এবারও ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টায় হবে ঈদের প্রধান জামাত। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

এদিকে, শুক্রবার সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম ও আশপাশের পুরো এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঈদগাহে প্রবেশের সময় কারও সঙ্গে কোনো ধরনের ধারালো বস্তু রাখা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/আরএস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর