Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত: তারেক রহমানের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ০৯:১০ | আপডেট: ১৩ জুন ২০২৫ ১০:৫৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: ভারতের আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি এ শোক জানান।

তারেক রহমান বলেন, ‘‘হৃদয়বিদারক ঘটনা, বিভিন্ন দেশের ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনগামী একটি উড়োজাহাজ ভারত থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আসুন, শোকের এ সময়ে আমরা সবাই তাদের পাশে দাঁড়াই এবং আন্তরিক প্রার্থনা করি।’’

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আহমেদাবাদ থেকে বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের দিকে যাত্রা শুরু করেছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। বিমানে ২১৭ জন প্রাপ্তবয়স্ক, ১১ শিশু এবং ২ নবজাতক ছিল। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডীয় নাগরিক ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমপি

তারেক রহমান শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর