ইসরায়েলি হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি ও দুই পরমাণু বিজ্ঞানীসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) ভোররাতে এ হামলা হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম এবং তেহরান টাইমসের বরাতে আল জাজিরা লিখেছে, আইআরজিসি কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামি এবং পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি ও ফেরেদুন আব্বাসি ছাড়াও আরও কয়েকজন নিহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদন বলছে, ভোররাত ৩টার দিকে হামলা হয়েছে। ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। হামলা হয়েছে তেহরানের বেশ কয়েটি স্থানে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরে হামলা হয়েছে। হামলা হয়েছে নাতানজ পারমাণবিক স্থাপনায়।
এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে সুনির্দিষ্ট ও সম্মিলিত আক্রমণ চালিয়েছে তারা। বার্তাসংস্থা রয়টার্সকে একই তথ্য দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা। তবে এই হামলায় যুক্তরাষ্ট্র কোনভাবেই জড়িত নয় বলেও দাবি করেন তারা।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম এবং তেহরান টাইমসের বরাতে আল জাজিরা লিখেছে, আইআরজিসি কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামি এবং পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি ও ফেরেদুন আব্বাসি ছাড়াও আরও কয়েকজন নিহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদন বলছে, ভোররাত ৩টার দিকে হামলা হয়েছে। ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। হামলা হয়েছে তেহরানের বেশ কয়েটি স্থানে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরে হামলা হয়েছে। হামলা হয়েছে নাতানজ পারমাণবিক স্থাপনায়।
এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে সুনির্দিষ্ট ও সম্মিলিত আক্রমণ চালিয়েছে তারা। বার্তাসংস্থা রয়টার্সকে একই তথ্য দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা। তবে এই হামলায় যুক্তরাষ্ট্র কোনভাবেই জড়িত নয় বলেও দাবি করেন তারা।
ইসরায়েলি বাহিনীর হামলার পর তেহরানের প্রধান বিমানবন্দর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বন্ধ করা হয়েছে ইরানের আকাশসীমাও। নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা।
ইসরায়েলি পক্ষে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রসহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে।
হামলা অব্যাহত রাখারা ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামলা যতক্ষণ প্রয়োজন ততক্ষণই চালানো হবে। তবে ইরানের পক্ষে এখনও কোনো মন্তব্য আসেনি।