Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বের শীর্ষ দূষিত শহর জাকার্তা, ঢাকার অবস্থান ৫৮তম

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ০৯:৩৯ | আপডেট: ১৩ জুন ২০২৫ ১২:২৫

বায়ুদূষণ।

ঢাকা: বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নগরায়নের বিস্তারের কারণে অনেক শহরের বায়ুমান ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। বায়ুদূষণে দীর্ঘদিন ধরেই আলোচনায় থাকা ঢাকার অবস্থান বর্তমানে কিছুটা নিচে নামলেও তা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ছিল ৬৬, যা বিশ্বের দূষিত শহরের তালিকায় ৫৮তম অবস্থানে। এই স্কোর অনুযায়ী ঢাকার বায়ু ‘মাঝারি’ মানের হলেও তা সংবেদনশীল ব্যক্তিদের জন্য এখনও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।

একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার একিউআই স্কোর ছিল ১৫৭। দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি (১৫৬), তৃতীয় কুয়েত সিটি (১৫৪), চতুর্থ ইতালির মিলানো (১৫১) এবং পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৫০।

বিজ্ঞাপন

বায়ুমান সূচকে ০-৫০ স্কোরকে ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১-২০০ পর্যন্ত স্কোরকে সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। স্কোর ২০১ ছাড়ালে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর ওপরে গেলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, শহরের বায়ুদূষণ কমাতে পরিকল্পিত নগরায়ন, শিল্প-কারখানার নির্গমন নিয়ন্ত্রণ, যানবাহনের ধোঁয়া কমানো এবং সবুজায়নের ওপর জোর দিতে হবে।

সারাবাংলা/এফএন/এমপি

আন্তর্জাতিক বায়ুমান এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) নগরায়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর