সুনামগঞ্জ: জেলার মাইজবাড়ি এলাকায় সাইমুন হাসান (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ জুন) সকালে জেলার সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি পূর্ব পাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় এরইমধ্যে সন্দেহজনক তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে মাইজবাড়ি পূর্ব পাড়া গ্রামের ইকবাল হোসেন নামের একজনের বাড়িতে চুরির উদ্দেশ্যে দরজা খুলার চেষ্টা করেন সাইমুন হাসান। বিষয়টি ইকবাল হোসেন বুঝতে পেরে ঘরে থাকা দা নিয়ে দরজার সামনে নিরব হয়ে দাঁড়িয়ে থাকেন। সাইমুন যখন ওই দরজা ফাঁক করে ভেতরে হাত ঢুকান তখন ওই দা দিয়ে তার হাতে আঘাত করে ঘরে থাকা ইকবাল হোসেন। পরে সাইমন হোসেন সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়ে গ্রামের পাশেই মাটিতে লুটিয়ে পড়েন।
সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, ‘মাইজবাড়ি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরইমধ্যে জেনেছি, ইকবাল হোসেন নামে একজনের বাড়িতে চুরি করতে গিয়ে ঘরে থাকা দায়ের কোপে তার মৃত্যু হয়। তবে এই ঘটনায় সন্দেহজনক তিনজনকে আটক করা হয়েছে। বিস্তারিত আরও পরে জানানো হবে।’