Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনার সাবেক ওসি মামুন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৭:২৪

সাবেক ওসি হাসান আল মামুন।

খুলনা: খুলনা সদর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুনকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৫ জুন) খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমের দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। খুলনা মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম শহিদুল আলম বলেন, মামলাটিতে উচ্চ আদালতের জামিনে ছিলেন হাসান আল মামুন। উচ্চ আদালতের নির্দেশে রবিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করেন।

এ সময় তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। আইনজীবীরা বলেন, ‘আমরা জামিনের বিরোধিতা করি।’ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

গ্রেফতার সাবেক ওসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর