রংপুর: রংপুরের মাহিগঞ্জে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) দুপুর ২টায় নগরীর মাহিগঞ্জ কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ আলম রংপুর নগরীর লালকুঠির মোড় শাহীপাড়া এলাকার শাহ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিগঞ্জ কলেজের সামনে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক।
মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ঘটনার পরপরই ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।