Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৭:৩৩ | আপডেট: ১৫ জুন ২০২৫ ১৭:৩৫

রংপুর: রংপুরের মাহিগঞ্জে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) দুপুর ২টায় নগরীর মাহিগঞ্জ কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ আলম রংপুর নগরীর লালকুঠির মোড় শাহীপাড়া এলাকার শাহ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিগঞ্জ কলেজের সামনে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক।

মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ঘটনার পরপরই ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

কাভার্ডভ্যান চাপায় মৃত্যু মোটরসাইকেল চালক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর