শরীয়তপুর: শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বর থেকে মাদক মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার দুই ঘণ্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ জুন) বিকেল পৌনে ৫টার দিকে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে দুপুর ১টার দিকে আদালত চত্ত্বর থেকে তারা পালিয়ে যায়।
পুলিশ জানায়, দুপুরে একটি মাদক মামলায় সুরুজ মাদবর ও দুলাল শেখ নামে দুই আসামিকে আদালতে আনা হয়। শুনানি শেষে তাদের হাজতখানায় নেওয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যায় তারা।
শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, দুই আসামি পালানোর সঙ্গে সঙ্গে আসামি দুলাল শেখকে স্থানীয়দের সহায়তায় হাতকড়াসহ গ্রেফতার করে পুলিশ। বিশেষ কৌশলে দুই ঘণ্টার মধ্যে অপর পলাতক আসামি সুরুজ মাদবরকেও গ্রেফতার করা হয়েছে।