Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে তারেক রহমানের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ২৩:২১ | আপডেট: ১৬ জুন ২০২৫ ০৯:৪২

মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে তারেক রহমানের শোক। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক জানান।

তারেক রহমান বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে এক গভীর শূন্যতা সৃষ্টি হলো। তিনি ছিলেন এদেশের একজন সুপরিচিত রাজনীতিবিদ। স্বাধীনতা-সংগ্রাম এবং মুক্তিযুদ্ধসহ জাতির নানা-ক্রান্তিকালে তার অবদান ছিল অসামান্য। তার বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত জনস্বার্থে খুবই কার্যকর হতো। ’৭১ এর স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্যও তিনি দেশবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, এদিন বিকেল ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তফা মোহসীন মন্টু।

সারাবাংলা/এজেড/পিটিএম

তারেক রহমান মৃত্যু মোস্তফা মোহসীন মন্টু শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর