ইবি: কুষ্টিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (১৬ জুন) কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে আসার পথে বিত্তিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাশেদুল ইবির আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। কিছুদিন আগে তিনি স্নাতোকোত্তর পরীক্ষা শেষ করেছেন। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়।
সহপাঠীরা জানান, রাশেদ রাতের ট্রেনে জয়পুরহাট থেকে পোড়াদহ পর্যন্ত আসেন। এরপর সেখান থেকে কুষ্টিয়া যান। কুষ্টিয়া থেকে শ্যামলী পরিবহণের একটি বাসে করে ক্যাম্পাসের দিকে আসছিলেন। বিত্তিপাড়া এলাকায় পোঁছালে বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ইঞ্জিন কাভারে বসা রাশেদুল ছিটকে পড়ে যান। তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।