Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-শ্রীলংকা মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৫ ১১:৪৫ | আপডেট: ১৬ জুন ২০২৫ ১৯:০০

টেস্ট সিরিজে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলংকায়। সাদা পোশাকে এই দুই দল আগেও অনেকবার একে অন্যের বিপক্ষে মাঠে নেমেছে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে কারা?

২০০১ সালে প্রথমবার টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলংকা। কলম্বোর সেই ম্যাচে ইনিংস ও ১৩৭ রানের বিশাল জয় পায় লংকানরা। এরপর পেরিয়ে গেছে দুই যুগ।

২৪ বছরে শ্রীলংকার বিপক্ষে এই ফরম্যাটে আরও ২৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুই দলের এই লড়াইয়ে যোজন যোজন এগিয়ে আছে লংকানরাই।

দুই দলের ২৬ দেখায় শ্রীলংকা জয় পেয়েছে ২০ ম্যাচে। বাংলাদেশের জয় মাত্র একটিতে। ড্র হয়েছে বাকি ৫ ম্যাচ।

বাংলাদেশ তাদের একমাত্র জয়টি পেয়েছিল ২০১৭ সালে। কলম্বোতে বাংলাদেশ সেই ম্যাচ জিতেছিল ৪ উইকেটে।

বিজ্ঞাপন

টেস্টে দুই দলের সবশেষ দেখা হয়েছিল ২০২৪ সালে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ১৯২ রানের বড় ব্যবধানে হারিয়েছিল শ্রীলংকা। সেই সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল শ্রীলংকা।

আগামী ১৭ জুন গলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর