Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে খালে ডুবে নানি-নাতনির মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৮:৩৮ | আপডেট: ১৬ জুন ২০২৫ ২০:৫৪

চট্টগ্রামে খালে ডুবে নানি-নাতনির মৃত্যু। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় খালের পানিতে তলিয়ে যাবার পর শিশুসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে, যারা সম্পর্কে নানি-নাতনি।

সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের মহিষেরঘোনা এলাকায় ধুরং খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত দুজন হলেন- শাহানু বেগম (৫০) ও মুনতাহা (৮)। তাদের বাড়ি মানিকপুর গ্রামে। মুনতাহা শাহানু’র মেয়ের ঘরের নাতনি বলে জানা গেছে।

স্থানীয়দের দেওয়া তথ্যানুযায়ী, দুপুরে শাহানু তার দুই নাতনি সুমাইয়া ও মুনতাহাকে নিয়ে বাড়ির পাশে ধুরং খালে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে মুনতাহা পানির স্রোতে তলিয়ে যেতে থাকেন। তখন শাহানু ও সুমাইয়া তাকে টেনে তোলার চেষ্টা করেন। এতে তারাও স্রোতের টানে তলিয়ে যেতে থাকেন। এ সময় সুমাইয়া সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও শাহানু তলিয়ে যান। প্রায় তিনঘণ্টা ধরে নিখোঁজ থাকার পর স্থানীয় লোকজন প্রথমে শাহানু ও পরে মুনতাহাকে মৃত অবস্থায় খাল থেকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ সারাবাংলাকে বলেন, ‘খালে গোসল করতে নেমে পানিতে ডুবে নানি ও নাতনির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম গিয়েছিল। তবে স্থানীয় লোকজন আগেই তাদের লাশ উদ্ধার করে ফেলে। পুলিশের টিমও পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

খালে ডুবে নানি-নাতনি মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর