Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরা‌নের কঠোর জবাব দেওয়ার বৈধ অধিকার র‌য়ে‌ছে: ঢাকা দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৮:৫৬ | আপডেট: ১৬ জুন ২০২৫ ২০:৫৪

ইরা‌নের ঢাকা দূতাবাস। ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েলের হামলায় তীব্র নিন্দা জানিয়েছে দেশটির ঢাকাস্থ দূতাবাস ব‌লে‌ছে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ইসলামি প্রজাতন্ত্র ইরান কঠোর জবাব দেওয়ার বৈধ ও ন্যায়সঙ্গত অধিকার সংরক্ষণ করে।

সোমবার (১৬ জুন) ইসলামি প্রজাতন্ত্র ইরানের ঢাকার দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানোর পাশাপ‌া‌শি ইসরা‌য়েলের হামলা নি‌য়ে এমন মন্তব‌্য ক‌রে‌ছে।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়ে‌ছে, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে জায়নবাদী ইসরায়েল সরকারের নগ্ন আগ্রাসন এবং দেশটির সশস্ত্র বাহিনীর একাধিক কমান্ডার, খ্যাতনামা বিজ্ঞানী এবং নিরীহ নারী ও শিশুর নিহতের ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে।’

বিজ্ঞাপন

দূতাবাস‌টি ব‌লে‌ছে, ‘এ আগ্রাসন জাতিসংঘের সনদের বিশেষ করে ৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি সামরিক আগ্রাসনের স্পষ্ট উদাহরণ। এই পরিস্থিতিতে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ইসলামি প্রজাতন্ত্র ইরান কঠোর জবাব দেওয়ার বৈধ ও ন্যায়সঙ্গত অধিকার সংরক্ষণ করে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, ইসলামি দেশগুলো এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানানো হচ্ছে, যেন তারা এ আগ্রাসী কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে এ গুরুতর হুমকির ব্যাপারে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানায়। এ আগ্রাসনের বিপজ্জনক পরিণতির সম্পূর্ণ দায়ভার জায়নবাদী শাসকগোষ্ঠীকেই বহন করতে হবে।’

সারাবাংলা/একে/এইচআই

ইসরায়েল-ইরান সংঘাত ঢাকা দূতাবাস