জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
৩০ জুন ২০১৮ ১৮:৩০
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর জুরাইন আলমবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মুমুর্ষূ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে বিকেল ৫টার দিকে আলমবাগ মদিনা মসজিদ এলাকার একটি নির্মাণাধীন ৩ তলা ভবনে এই দুর্ঘটনা ঘটে।
সুমনের সহকর্মী সোহাগ হোসেন জানান, নিচ তলায় সুমন পাইপ লাগাচ্ছিল। বাহিরে যাওয়ার জন্য লোহার দরজায় হাত দিলে এই দুর্ঘটনা ঘটে। দরজাটি বিদ্যুতায়িত হয়ে ছিল সেটা আমরা জানতাম না। সুমন অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে সুমনের বিস্তারিত পরিচয়-ঠিকানা জানাতে পারেননি তার সহকর্মীরা। তবে সুমন তাদের সঙ্গেই থাকত।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছ।
সারাবাংলা/এসএসআর/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook