Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৭:১২

প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হাসেম আলী (৩৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২২ জুন) সকাল ১১টার দিকে জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গোড়েরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসেম আলী একই এলাকার মৃত আছান শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসেম আলী একটি নির্মাণাধীন ভবনের ইটে পানি দেবার জন্য পানির মোটর চালু করতে গেলে বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা সারাবাংলাকে বলেন, সকালে বিদ্যুতায়িত হয়ে হাসেম আলী নামের একজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠোনো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

নির্মাণ শ্রমিকের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর