Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও বিগ ব্যাশে রিশাদ, খেলবেন কোন দলে?

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৫ ১৪:২৭

বিগ ব্যাশে দল পেলেন রিশাদ

গত মৌসুমে বিগ ব্যাশে দল পেয়েও খেলতে পারেননি তিনি। বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন এবারও দল পেলেন অস্ট্রেলিয়ার টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে। গত আসরের মতো এবারও রিশাদকে দলে ভিড়িয়েছে হোবার্ট হারিকেনস।

মেলবোর্নে আজ নিলামে ওঠেন রিশাদসহ বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার। সেই নিলাম থেকেই তাকে দলে ফিরিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন হোবার্ট।

গত আসরেও রিশাদের জায়গা হয়েছিল হোবার্ট হারিকেনসে। তবে বিগ ব্যাশ চলার সময় ওয়েস্ট ইন্ডিজ ও বিপিএল শুরু হওয়ায় অস্ট্রেলিয়া যাওয়া হয়নি তার।

এবারও পুরো মৌসুমের জন্য রিশাদকে দলে নিয়েছে হোবার্ট। তবে গত আসরের মতো এবারও রিশাদের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এবারের বিগ ব্যাশ হবে ডিসেম্বরের শেষের দিকে, শেষ হবে জানুয়ারির শেষপ্রান্তে।

বিজ্ঞাপন

সেই সময় বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা নেই। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে টি-২০ বিশ্বকাপ থাকায় এগিয়ে আনা হতে পারে বিপিএলের সময়সূচি। আর এতেই বিগ ব্যাশের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বিপিএল। এজন্য বিপিএল ও বিগ ব্যাশের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হতে পারে রিশাদকে।

সারাবাংলা/এফএম

বিগ ব্যাশ রিশাদ হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর