Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অধিকাংশ মানুষের ভোট রাষ্ট্র পরিচালনায় কোনো কাজে আসে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ২২:৩৯

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। ছবি: সংগৃহীত

ঢাকা: বিদ্যমান পদ্ধতি অধিকাংশ মানুষের ভোট রাষ্ট্র পরিচালনায় কোনো কাজে আসে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংস্কার বিষয়ে সংলাপ শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতির নির্বাচন চায়। তাতে করে মানুষের প্রতিটি ভোটের প্রভাব রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হবে। বিদ্যমান পদ্ধতিতে দেশের অধিকাংশ মানুষের ভোট রাষ্ট্র পরিচালনায় কোনো কাজে আসে না। গণতান্ত্রিক মূল্যবোধ ও চিন্তার বিপরীতে সংখ্যালঘুর শাসনে পরিচালিত হয় বাংলাদেশ। এই ধারা থেকে বের হওয়ার এবং সত্যিকারের জাতীয় সরকার গঠনে পিআর পদ্ধতির নির্বাচন অপরিহার্য।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দুইবারের বেশি কোনো ব্যক্তি যাতে প্রধানমন্ত্রী হতে না পারে, সেই প্রস্তাবে ইসলামী আন্দোলন সমর্থন করেছে। কারণ, প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা না থাকায় রাজনীতিতে ব্যক্তিকেন্দ্রীকতার জন্ম নিচ্ছে, যা দেশের সামগ্রিক রাজনৈতিক বিকাশকে ক্ষতিগ্রস্ত করছে।’

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ আরও অংশ নেন দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন।

সারাবাংলা/এজেড/এইচআই

বিজ্ঞাপন

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
৩১ আগস্ট ২০২৫ ১০:৪১

আরো

সম্পর্কিত খবর