Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ২২:৩৬ | আপডেট: ২১ জুন ২০২৫ ১১:২৩

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার ও তার সহধর্মিণী।

শুক্রবার (২০ জুন) রাত ৮টা ৩০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এই সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারপারসন অতিথিদের ধন্যবাদ জানান।

সারাবাংলা/এফএন/এইচআই

জার্মান রাষ্ট্রদূত বিএনপি বেগম খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর