Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনবিআরের ৫ কর্মকর্তাকে বদলি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ০০:২০ | আপডেট: ২৩ জুন ২০২৫ ১০:৪০

জাতীয় রাজস্ব বোর্ড। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঁচ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এ বদলির সিদ্ধান্ত এসেছে। রোববার (২২ জুন) কর প্রশাসনের এক আদেশে এ বদলি করা হয়।

পাঁচ কর্মকর্তার মধ্যে দু’জন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের, একজন এনবিআর বোর্ড অফিসের এবং বাকি দুজন ঢাকা ও কুমিল্লার কর অঞ্চলের।

এক আদেশে জানানো হয়েছে, উপ কর কমিশনার শাহ্ মোহাম্মদ ফজলে এলাহীকে আয়কর গোয়েন্দা থেকে বদলি করে ময়মনসিংহ কর অঞ্চলে পাঠানো হয়েছে। আর উপ কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলামকে ঢাকার কর অঞ্চল-১৬ থেকে থেকে খুলনা কর অঞ্চলে এবং উপ কর কমিশনার মো. আব্দুল্লাহ ইউসুফকে বোর্ড থেকে সরিয়ে বদলি করা হয়েছে বগুড়া কর অঞ্চলে। এছাড়া উপ কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিলকে আয়কর গোয়েন্দা থেকে কুমিল্লা কর অঞ্চলে এবং উপ কর কমিশনার নুসরাত জাহান শমীকে কুমিল্লা কর অঞ্চল থেকে রংপুর কর অঞ্চলে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আদেশে বলা হয়েছে, তাদের নতুন কর্মস্থলে মঙ্গলবার বা তার আগেই যোগ দিতে হবে এবং সোমবার বর্তমান কর্মস্থলে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

এদিকে, এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ দুই দাবিতে শনিবার ফের কলম বিরতির ডাক দেয় ঐক্য পরিষদ। সোমবার (২৩ জুন) ঢাকায় সব দফতরে এ কর্মসূচি পালন করা হবে। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এনবিআরে অবস্থান কর্মসূচিও পালন করবেন তারা।

মে মাসে এনবিআর দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারির পর তা বাতিলের দাবিতে কলম বিরতিসহ নানা কর্মসূচিতে আন্দোলনে নামেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনকারীরা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অটল থাকেন এবং সংস্থার কার্যালয়ে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় অফিসে ফেরেন এনবিআর চেয়ারম্যান। তিনি স্বাভাবিক কাজে ফিরলেও কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে দূরত্ব রয়েছে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

৫ কর্মকর্তা বদলি এনবিআর টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর