Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিএস’র নতুন সভাপতি জহিরুল, মহাসচিব মনিরুল

সিনিয়র করেসপন্ডেন্ট 
২৩ জুন ২০২৫ ২০:০০ | আপডেট: ২৪ জুন ২০২৫ ০০:৫২

সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম।

ঢাকা: বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম ও মহাসচিব হয়েছেন কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম।

সোমবার (২৩ জুন) নতুন এই কমিটি গঠিত হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটির সহ-সভাপতি পদে মো. ওয়াহিদুল হাসান দিপু (স্বত্বাধিকারী, ল্যান্ডমার্ক কম্পিউটার্স), যুগ্ম-মহাসচিব পদে মো. আহসানুল ইসলাম (স্বত্বাধিকারী, পিসি গার্ডেন) ও কোষাধ্যক্ষ পদে আবুল হাসান (স্বত্বাধিকারী, এইচ এম কম্পিউটারর্স) দায়িত্ব পেয়েছেন। পরিচালক পদে দায়িত্ব পালন করবেন মো. নজরুল ইসলাম হাজারী (স্বত্বাধিকারী, ওয়েলকিন কম্পিউটার্স) ও মো. ইকবাল হোসাইন (স্বত্বাধিকারী, জ্যাজি)।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শনিবার (২১ জুন ) এসব পদে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন। নির্বাচনি তফসিল অনুসারে, ২২ জুন পদবন্টনের নির্বাচনের জন্য পরিচালকরা মনোনয়নপত্র দাখিল করেন। কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন বোর্ড ২৩ জুন বিসিএস কার্যনির্বাহী কমিটিতে পদবন্টনের ফলাফল ঘোষণা করেন।

বিসিএস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শরীফ রায়হান কবির এবং নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সন্দ্বীপ কুমার সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম দায়িত্ব পালন করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাহিদ আফরোজ বিসিএস এর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিগগিরই তিনি নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

বিজ্ঞাপন

ঢাকার বাতাস ফের দূষিত
৩১ আগস্ট ২০২৫ ১১:১২

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
৩১ আগস্ট ২০২৫ ১০:৪১

আরো

সম্পর্কিত খবর