Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ০০:৪৮ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১৫:০০

বাংলামোটরে এনসিপি নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল হামলা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দলের চার নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে এই বিস্ফোরণ ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন— শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক শফিকুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারীবাগ থানা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন এবং ঢাকা মহানগর এনসিপি নেতা আসিফ উদ্দিন সম্রাট।

বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য কাছের হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘দলের নিবন্ধন ইস্যুতে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। মানুষ প্রতিনিয়ত আমাদের অফিসে আসছেন। তাদের ভয় দেখিয়ে আতঙ্ক তৈরি করতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এটি পরিকল্পিত হামলা।’

বিস্ফোরণের প্রতিবাদে রাত ১১টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই এনসিপির নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন। তারা এ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

উল্লেখ, নিবন্ধন প্রক্রিয়ার মধ্যে থাকা নবগঠিত রাজনৈতিক দল এনসিপি সম্প্রতি নির্বাচন কমিশনে তাদের আবেদন জমা দিয়েছে।

সারাবাংলা/এফএন/পিটিএম

আহত এনসিপি ককটেল বিস্ফোরণ টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর