Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টিতে খেলা বন্ধের আগে সাদমান-শান্তকে হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৫ ১৫:০৯ | আপডেট: ২৫ জুন ২০২৫ ১৬:২৪

৯০ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ

কলম্বো টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। লাঞ্চ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৭১ রান করেছিলেন তারা। লাঞ্চের পর অল্প সময়ের ব্যবধানে সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তকে হারিয়ে বেশ বিপাকে পড়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেটে ৯০ রান তুলেছে বাংলাদেশ।

দ্বিতীয় সেশনের শুরুতেই অধিনায়ক শান্তকে হারায় বাংলাদেশ। বিশ্ব ফার্নান্দোর বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। প্যাভিলিয়নে ফেরার আগে তিনি করেছেন ৮ রান।

পরের ওভারেই বাংলাদেশ হারায় প্রথম সেশনে দারুণ ব্যাটিং করা সাদমানকে। রত্নায়েকের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার। ফেরার আগে করেছেন ৪৬ রান।

বিজ্ঞাপন

পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর জুটি ধরেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। এই জুটি দেখেশুনেই খেলছেন লংকান বোলারদের। মুশফিক অপরাজিত আছেন ৭ রানে, লিটন করেছেন ৮ রান।

৩৪তম ওভারে নামে বৃষ্টি। এই বৃষ্টি প্রায় ঘণ্টাখানেক ধরেই চলছে। বেশ কয়েকবার খেলা শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত খেলা আর শুরু হয়নি।

সারাবাংলা/এফএম