Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
একদিনে ১৪ উইকেট, বার্বাডোজে বোলারদের তাণ্ডব

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৫ ০৯:৩৫

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম দিনে বোলারদের দাপট

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিলেন তারা। ২০২৫-২৭ চক্রের প্রথম টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া এখন ওয়েস্ট ইন্ডিজে। বার্বাডোজে প্রথম টেস্টের প্রথম দিনে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি প্যাট কামিন্সের দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে মাত্র ১৮০ রানেই গুটিয়ে গেছেন তারা। ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজও হারিয়েছে ৪ উইকেট। একদিনে ১৪ উইকেট পতনে বার্বাডোজ দেখেছে পেসারদের তাণ্ডব।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কামিন্স। তবে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ক্যারিবিয়ান পেসারদের দাপট। জেডন সীলস ও শামা জোসেফ; দুই ক্যারিবিয়ান পেসারই ধসিয়ে দিয়েছেন অজি ব্যাটিং লাইনআপ।

বিজ্ঞাপন

সীলস নিয়েছেন ৬০ রানে ৫ উইকেট, জোসেফ বাগিয়ে নিয়েছেন ৪ উইকেট। সতীর্থদের আসা যাওয়ার মিছিলে প্রতিরোধ গড়েছেন শুধু উসমান খাজা, ট্রাভিস হেড ও কামিন্স। খাজার ব্যাট থেকে আসে ৪৭ রান।

ইনিংসের একমাত্র হাফ সেঞ্চুরি পেয়েছেন হেড, করেছেন ৫৯ রান। ইনিংসের শেষভাগে কামিন্সের ২৮ রানের সুবাদে ১৫০ পার করে অজিদের ইনিংসে। শেষ পর্যন্ত ১৮০ রানে গুটিয়ে যায় অজিরা।

দিনের শেষভাগে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজও। মিচেল স্টার্কের জোড়া আঘাত ও হ্যাজলউড-কামিন্সের একটি করে উইকেটের সুবাদে ৫৭ রানেই ৪ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ১২৩ রানে পিছিয়ে থেকেই প্রথম দিনের খেলা শেষ করেছে ক্যারিবিয়ানরা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো