Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন চুক্তিতে আল নাসরে রোনালদোর আয় কত?

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৫ ১১:৫১

আল নাসরের সঙ্গে নতুন চুক্তি করছেন রোনালদো

এই জুনেই আল নাসর ছাড়ছেন তিনি, গুঞ্জনটা উঠেছিল জোরেশোরেই। তবে শেষ পর্যন্ত সৌদি প্রো লিগেই থেকে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন এই চুক্তিতে বিশাল অংকের বেতন পেতে যাচ্ছেন সিআর সেভেন।

তিন বছর আগে রেকর্ড ট্রান্সফার ফিতে জুভেন্টাস ছেড়ে আল নাসরে গিয়েছিলেন রোনালদো। তিন মৌসুম পেরিয়ে গেলেও এখনো আল নাসরের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি রোনালদো। এই হতাশায় ক্লাব ছাড়ছেন রোনালদো, শোনা যাচ্ছিল এমনটাই। আল নাসর ছেড়ে শেষ পর্যন্ত কোথায় যাচ্ছেন রোনালদো, সেটা নিয়েই চলছিল আলোচনা।

তবে সব জল্পনা কল্পনা দূর করে আল নাসরেই থেকে যাচ্ছেন রোনালদো। এক বছরের জন্য নতুন চুক্তি করতে যাচ্ছেন তিনি। সেই চুক্তি বেড়ে দাঁড়াতে পারেন দুই বছরেও।

বিজ্ঞাপন

এই চুক্তিতে বিশাল অংকের পারিশ্রমিক পেতে যাচ্ছেন রোনালদো। প্রতি বছরে রোনালদোর আয় হবে ৪০০ মিলিয়ন ইউরো! বাংলাদেশি মুদ্রায় যা ৫৭ হাজার কোটি টাকারও বেশি। সেই হিসেবে প্রতি মাসে তার আয় ৩৩.৪ মিলিয়ন ইউরো। প্রতি সপ্তাহে সেটা ৭.৬ মিলিয়ন ইউরো।

প্রতিদিন রোনালদো আয় করছেন ১.১ মিলিয়ন ইউরো। প্রতি ঘণ্টায় যা ৪৬,৩০০ ইউরো। প্রতি মিনিটে তার আয় ৭৭২ ইউরো, প্রতি সেকেন্ডের হিসেবে তা ১৩ ইউরো!

এই সপ্তাহেই রোনালদোর সঙ্গে নতুন চুক্তি সাক্ষরের কথা রয়েছে আল নাসরের।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর