Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাঁটুর অস্ত্রোপচারের সময় আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৫ ১৩:১৭

অস্ত্রোপচারের সময় নুইনের মৃত্যু

ফুটবলারদের জন্য হাঁটুর অস্ত্রোপচার খুবই সাধারণ ঘটনা। এমন অস্ত্রোপচারে যে কেউ মারা যেতে পারে, সেটা হয়তো কেউ কল্পনাও করেননি কখনো। হৃদয়বিদারক এমন এক ঘটনাই ঘটেছে আর্জেন্টাইন ফুটবলে। হাঁটুর অস্ত্রোপচারের সময় মারা গেছেন তরুণ আর্জেন্টাইন ফুটবলার কামিলো নুইন।

১৮ বছর বয়সী নুইন খেলতেন আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ফুটবল ক্লাব সান তেলমোতে। কিছুদিন আগেই মেনিস্কাল ও ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরিতে পড়েছিলেন তিনি। জানা গিয়েছিল, অস্ত্রোপচারই করতে হবে তার।

তবে সেই অস্ত্রোপচারই কাল হয়েছে মিডফিল্ডার নুইনের। অস্ত্রোপচারের সময়ই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন নুইন। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, এই ব্যাপারে ক্লাব কিংবা হাসপাতালের পক্ষ থেকে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন

নুইনের মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন সান তেলমো। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ক্লাবের নিয়মিত কার্যক্রম। শোক প্রকাশের জন্যও নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

নুইনের এই অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে বিভিন্ন ক্লাব।

আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স ও ইন্ডিপেন্ডিয়েন্টের একাডেমিতে বেড়ে ওঠা নুইন ২০২২ সালে অগ দিয়েছিলেন সান তেলমোতে।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

আরো