Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে বড় লিডের পথে শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৫ ১৫:৩০ | আপডেট: ২৭ জুন ২০২৫ ১৬:৪৩

বড় লিডের দিকে এগিয়ে যাচ্ছে লংকানরা

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টার মধ্যেই বাংলাদেশকে অলআউট করেছিলেন তারা। লাঞ্চের আগে কোনো উইকেট না হারিয়ে ৮৩ রান তুলেছিল শ্রীলংকা। দ্বিতীয় সেশনেও বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়েছেন লংকান ব্যাটাররা। এই সেশনে মাত্র এক উইকেট হারিয়েছেন তারা। চা বিরতির আগে ১ উইকেটে ১৯০ রান তুলে সেশনটা নিজেদের করে নিয়েছে শ্রীলংকা। ৯৩ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন ওপেনার পাথুম নিশানকা, ৫৪ রানে অপরাজিত আছেন দিনেশ চান্ডিমাল।

দ্বিতীয় সেশনের শুরুতেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। ৮৮ রানের মাথায় লাহিরু উদানাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। প্রথমে আম্পায়ার আউট না দিলেও পরে রিভিউয়ের সাহায্যে নেয় বাংলাদেশ। এতেই উইকেট পান তাইজুল।

বিজ্ঞাপন

তবে এই সেশনে বাংলাদেশের আনন্দের মুহূর্ত এই একটিই। সেশনের পুরোটা সময়জুড়েই বাংলাদেশের বোলারদের উপর ছড়ি ঘুরিয়েছেন নিশানকা-চান্ডিমাল জুটি।

তাইজুল-নাহিদদের হতাশায় ডুবিয়ে হাফ সেঞ্চুরি পান নিশানকা-চান্ডিমাল দুজনেই। সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন নিশানকা, আর মাত্র ৭ রান দূরে আছেন তিন অংক ছোঁয়া থেকে।

নিশানকা-চান্ডিমাল জুটি সেশনের শেষপ্রান্তে এসে পার করেছে ১০০ রান। সেশন শেষে বাংলাদেশের স্কোর থেকে ৫৫ রানে পিছিয়ে আছে শ্রীলংকা।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

আরো