ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে ‘বিজয়ের’ জন্য ইরানিদের অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ইরান ‘আমেরিকার মুখে কঠিন থাপ্পড় করেছে’।
বৃহস্পতিবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একাধিক পোস্টে তিনি এসব কথা বলেন।
বিবিসি’র প্রতিবেদন অনুসারে, খামেনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ‘সরাসরি যুদ্ধে জড়িয়েছে কারণ তারা অনুভব করেছিল যে যদি তারা তা না করে, তবে ইহুদিবাদী শাসন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।’ তবে, তার মতে, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো অর্জন করতে পারেনি, বরং ইরান “বিজয়ী” হিসেবে আবির্ভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির পর তার প্রথম ভিডিও বার্তায় সর্বোচ্চ নেতা উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলোর “গুরুত্বপূর্ণ কিছুই হয়নি”। এই মন্তব্যটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবির সম্পূর্ণ বিপরীত যে ইরানের পারমাণবিক কর্মসূচি “সম্পূর্ণ ধ্বংস” হয়ে গেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে খামেনি আরও বলেন, ‘তার দেশ তাদের ঐক্য প্রদর্শন করেছে এবং এই বার্তা দিয়েছে যে “আমাদের জনগণ একতাবদ্ধ।” তিনি ট্রাম্পের “আত্মসমর্পণ” করার আহ্বানকে “মুখের জন্য খুব বড়” মন্তব্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, “ইরানের মতো একটি মহান দেশ ও জাতির জন্য আত্মসমর্পণের কথা উল্লেখ করাই অপমানজনক।”
বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, ইরানের নেতা এই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে আরও হামলার হুমকি দিয়েছেন এবং বলেছেন, “যদি কোনো হামলা হয়, তবে শত্রু ও আক্রমণকারীর জন্য এর মূল্য অবশ্যই অনেক বেশি হবে।”