Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে লিডের পাহাড়ে পিষ্ট করল শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৫ ১৪:৩০ | আপডেট: ২৭ জুন ২০২৫ ১৫:২৯

২১১ রানের লিড নিয়েছে শ্রীলংকা

প্রথম ইনিংসে বাংলাদেশকে অল্প রানে গুটিয়ে দিয়েছিল শ্রীলংকা। ব্যাটিং নেমে গতকালই বড় লিডের আভাস দিচ্ছিল লংকানরা। কলম্বো টেস্টের তৃতীয় দিনে চা বিরতির আগে অলআউট হয়েছে শ্রীলংকা। ৪৫৮ রানে গুটিয়ে যাওয়ার আগে প্রথম ইনিংসে শ্রীলংকা লিড নিয়েছে ২১১ রানের।

৬ উইকেটে ৪০১ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলংকা। ততোক্ষণে তাদের লিড পেরিয়েছে ১৫০ রান। চা বিরতির পর নিজেদের লিডটা খুব বেশি বাড়াতে পারেনি লংকানরা।

শ্রীলংকার লিড ২০০ ছাড়িয়েছে কুশল মেন্ডিসের কল্যাণে। সেঞ্চুরির খুব কাছে গিয়েও তিন অংক ছোঁয়া হয়নি তার। ৮৪ রানে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে মেন্ডিসকে।

বিজ্ঞাপন

আসিথা ফার্নান্দোকে ফিরিয়ে লংকান ইনিংসের ইতি টানেন তাইজুল। ইনিংসে বাংলাদেশের হয়ে সেরা বোলার তিনিই। ১৩১ রানে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। ৮৭ রানে ৩ উইকেট নিয়ে তাইজুলের পরেই আছেন নাঈম হাসান।

প্রথম ইনিংসে শ্রীলংকা অলআউট হলো ৪৫৮ রানে। ২১১ রানের লিডের বোঝা মাথায় নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। দিনের খেলার এখনো বাকি প্রায় ৫০ ওভার।

সারাবাংলা/এফএম