Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাগিংয়ের অভিযোগে বাকৃবির ৩ ছাত্রী হল থেকে বহিস্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ১৭:৫৬ | আপডেট: ২৭ জুন ২০২৫ ১৭:৫৮

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

ময়মনসিংহ: র‍্যাগিংয়ের অভিযোগে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তাপসী রাবেয়া হলে তিন ছাত্রীকে হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কৃত ছাত্রীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের মারিয়া সুলতানা মীম, জোবায়দা জান্নাত সোহা ও আশিকা রুশদা। এর মধ্যে মারিয়া সুলতানা মীম এক বছর, জোবায়দা জান্নাত সোহা ও আশিকা রুশদাকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়।

তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী জানান, প্রথম বর্ষের শিক্ষার্থী তাসনোভাকে র‍্যাগিংয়ের উদ্দেশ্যে গত ৩১ মে রাতে ওই তিন শিক্ষার্থী হলের ছাদে ডাকে। তাসনোভা ছাদে যেতে রাজি না হলে তাকে ভোর ৪টা পর্যন্ত মানসিক নির্যাতন করে। তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স ফর স্টু‌ডেন্ট ডিসিপ্লিন এর ৭ নম্বর ধারা অনুসা‌রে অভিযুক্ত ওই তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে হল থেকে বহিস্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

ছাত্রী বহিস্কার বাকৃবি র‍্যাগিং