Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়কে কেন দলে নেবেন না—প্রশ্ন বিদায়ী অধিনায়ক শান্তর

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৫ ১৫:১২

বিজয়কে একাদশে রাখার পক্ষে শান্ত

শ্রীলংকার বিপক্ষে সিরিজের আগে টেস্ট দলে জায়গা করে নিয়েছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দলে ফিরেছিলেন ওপেনার এনামুল হক বিজয়। তবে দুই টেস্টেই ব্যাট হাতে ব্যর্থ বিজয়। অনুমেয়ভাবেই তাই দলে তার জায়গা নিয়ে উঠেছে প্রশ্ন। কলম্বো টেস্টে হারের পর বাংলাদেশের বিদায়ী টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উলটো প্রশ্ন রেখে গেলেন, বিজয়কে কেন দলে নেওয়া হবে না?

গত মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০ রান করেছিলেন বিজয়। বছরের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন বছর পর টেস্ট দলে ফেরার ম্যাচে বিজয় করেন ৩৯ রান। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে চার ইনিংসে তার রান ০, ৪, ০ ও ১৯।  চার ইনিংসেই ব্যর্থ বিজয় কি আদৌ আর জাতীয় দলে সুযোগ পাওয়ার সক্ষমতা রাখেন, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট ভক্তদের মনে।

বিজ্ঞাপন

অধিনায়ক হিসেবে নিজের বিদায়ী সংবাদ সম্মেলনে শান্ত অবশ্য বিজয়ের পক্ষেই কথা বললেন, ‘৯ হাজার প্রথম শ্রেণি রান, ২৪ সেঞ্চুরি, ৪৯ হাফ সেঞ্চুরি। এমন অভিজ্ঞ ক্রিকেটারকে আমরা কেন দলে নেব না? ওই চিন্তা করেই তাকে দলে নেওয়া হয়েছিল। আমাদের ওপেনাররা ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছিল কয়েক বছর ধরেই। জয় কিছু ম্যাচে ভালো খেলেছে, জাকিরও। তবে সে ওরকম অবদান রাখতে পারেনি।’

বিজয়ের এমন পারফরম্যান্সে অবশ্য হতাশ শান্ত, ‘আমরা এরকম অভিজ্ঞ ক্রিকেটার খুজছিলাম যার অনেক রান আছে। এই ফরম্যাটে যে একটু অভিজ্ঞ। এসব ভেবেই তাকে দলে নেওয়া হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে সে রান করতে পারেনি, সুযোগ ছিল রানের। এটা অবশ্যই হতাশাজনক।’

ভালো পারফর্ম না করলেও বিজয়ের ওপর ভরসা রাখতে চান শান্ত, ‘আমি এখনো বিশ্বাস করি, সামনে সুযোগ এলে সে অবশ্যই ভালো করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তার ওপর দোষ দেওয়াটা বোকামি। আমরা এই ম্যাচে দল হিসেবেই ভালো খেলিনি।’

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর