ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া কলেজের সামনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ইশরাত জাহান করবী (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারা গেছেন। এই ঘটনায় তার বন্ধু মুনিম রহমান রাফি (২৫) আহত হন।
শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে দনিয়া কলেজের সামনে ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ইশরাত জাহান। পরে মরদেহ উদ্ধার করে শনিবার দিপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পুলিশ।
যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে ইশরাত জাহান তার বন্ধুর রাফির মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। ডেমড়া কোনাবাড়ি থেকে রামপুরায় ফেরার সময় দনিয়া কলেজের সামনে আসলে একটি ট্রাক ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পরে যায় ওই ছাত্রী। পরে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তিনি আরও জানান, ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয় এবং ট্রাকটি জব্দ ও এর চালক মাসুদ মিয়াকে আটক করা হয়। ওই ছাত্রীর ডেড সার্টিফিকেটের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
হাসপাতালে ওই ছাত্রীর বাবা আব্দুর রশীদ জানান, তাদের বাড়ি সাতক্ষীরা জেলার কলোরোয়া থানার দলুইপুর গ্রামে। ইশরাত জাহান ইষ্ট -ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের পঞ্চম বর্ষে পড়তেন। বর্তমানে থাকতেন রামপুরা বিশ্ববিদ্যালয়ের হোষ্টেলে।
নিহতের বাবা বলেন, ‘জানতে পেরেছি রাতে তার বন্ধুর মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় মারা যায়।’ দুই বোন এক ভাইয়ের মধ্যে ইশরাত ছিলেন বড়।