Saturday 28 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও মাদরাসাছাত্র বলাৎকারের ঘটনায় গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ২১:৪৭ | আপডেট: ২৮ জুন ২০২৫ ২১:৫৮

প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ত্রিশালে এক মাদরাসাছাত্রকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত দুই আসামি কাউসার ও মাহাদী হাসানকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২৮ জুন) দুপুরে র‌্যাবের মিডিয়া কর্মকর্তা নাজমুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গত ২৫ জুন ওই স্কুলছাত্রী স্কুলে যাওয়ার পথে হুমায়ুন ও কাউসার তাকে তুলে নিয়ে একটি দোকানে দলবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত কাউসারকে ঈশ্বরগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

র‌্যাব আরও জানায়, গত ১ মার্চ রাতে ত্রিশালের একটি হাফিজিয়া মাদরাসার ছাত্রকে ঘুম থেকে তুলে নিজ কক্ষে নিয়ে বলাৎকার করে মাহাদী হাসান। পরে ভুক্তভোগী ছাত্রটি পরিবারকে বিষয়টি জানালে তার মা বাদী হয়ে ত্রিশাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে র‍্যাব অভিযান চালিয়ে মাহাদীকে গ্রেফতার করে।

র‍্যাবের মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন, গ্রেফতারকৃত কাউসার ও মাহাদীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসআর

গ্রেফতার ছাত্র বলাৎকার স্কুলছাত্রী ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর