Saturday 28 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের দাবি
প্রতিবেশী দেশগুলো থেকেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২৫ ২২:০৪ | আপডেট: ২৯ জুন ২০২৫ ০০:০৮

ইরানের আর্মেনিয়া রাষ্ট্রদূত মেহেদি সোবহানি। ছবি: সংগৃহীত

ইরানের আর্মেনিয়া রাষ্ট্রদূত মেহেদি সোবহানি জানিয়েছেন, ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানের বিরুদ্ধে ব্যবহৃত কিছু ক্ষেপণাস্ত্র প্রতিবেশী দেশগুলো থেকে ছোড়া হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।

শনিবার (২৮ জুন) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোবহানি বলেন, ‘আমরা রিপোর্ট ও গোয়েন্দা তথ্য পেয়েছি, কিছু মাইক্রো এয়ার ভেহিকেল নির্দিষ্ট প্রতিবেশী দেশগুলো থেকে ইরানে প্রবেশ করেছে। এ কারণেই আমাদের রাষ্ট্রপতি আজারবাইজান প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে এই বিষয়ে একটি গুরুতর তদন্তের অনুরোধ করেছেন।’

তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা এই তদন্তের ফলাফলের অপেক্ষায় আছি। একবার ফলাফল স্পষ্ট হলে, আমরা এই বিষয়ে কীভাবে প্রতিক্রিয়া জানাবো তা সিদ্ধান্ত নেব।’

বিজ্ঞাপন

সোবহানি আরও উল্লেখ করেন, ‘জায়নবাদী শত্রু (ইসরায়েল) আমাদের প্রতিবেশীর ভূখণ্ড ব্যবহার করে থাকতে পারে এমন সম্ভাবনা রয়েছে। তবে, আজারবাইজানের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে তারা তাদের ভূখণ্ডকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না।’

তিনি বলেন, ‘জায়নবাদী শাসন কোনো আইন মেনে চলে না, এবং তাদের এই ধরনের সুযোগ নেওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না।’

সারাবাংলা/এইচআই

ইরান ইরানের আর্মেনিয়া রাষ্ট্রদূত ইসরায়েল-ইরান সংঘাত ক্ষেপণাস্ত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর