ঢাকা: সাধারণ শিক্ষার্থীদের সরাসরি ভোটে চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৮ জুন) বিকেলে রাজধানীর মৌচাক মার্কেট সংলগ্ন সিদ্ধেশ্বরী বালুর মাঠে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের নতুন কমিটি পাওয়া বিশ্ববিদ্যালয় হল— স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, হামদার্দ ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ও নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ।
তরুণ ভোটাররা জানান, এটি ছিল তাদের জীবনের প্রথমবারের মতো ভোট দেওয়ার অভিজ্ঞতা, যা তাদের মধ্যে গণতন্ত্রের প্রতি নতুন আস্থা ও আগ্রহ সৃষ্টি করেছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি বলেন, “গণতন্ত্র চর্চা এবং শিক্ষার্থীদের সরাসরি ভোটে নেতা নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণ হল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্রে বিশ্বাসী। দেশনায়ক তারেক রহমান যে প্রকৃত গণতন্ত্রের পতাকাবাহী, তা আজকের এই সম্মেলনের মাধ্যমে স্পষ্ট হয়েছে।”
তিনি আরও বলেন, ‘‘শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত নেতা বেছে নেওয়ার অধিকার একমাত্র শিক্ষার্থীদেরই থাকা উচিত। আর সেই বিশ্বাস থেকেই ছাত্রদল এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। ছাত্রদলের এই কর্মী সম্মেলন শুধু একটি নির্বাচন নয়, বরং বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি নতুন দৃষ্টান্ত, যেখানে নেতৃত্ব আসে সরাসরি শিক্ষার্থীদের ভোটে, চাটুকারিতার মাধ্যমে নয়।’’